নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মুক্তিযোদ্ধারা কিছুই পাবেনা। তিনি কি দিয়েছেন আপনারা সবাই জানেন। এই সরকার মুক্তিযোদ্ধাদের সরকার। এই সরাকর না থাকলে আমরা কিছু পেতাম না, তাই বঙ্গবন্ধু কন্যা যেন ক্ষমতায় আসতে পারে সেভাবে কাজ করবেন। কারন এর পূর্বে যত সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেনি।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলোম। এনেছিলাম একটি পতাকা। এটা কি আমাদের অন্যায় ছিলো। কেন আমরা কাজ করতে গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ি ? এই যে আমরা যারা কাজ করতেছি বিভিন্ন সময় কাজ করতে যাই জেলা পরিষদি আসি আমরা ঠিকই। সবময় চেয়ার দেয় বসতে। কিন্তু টিএনও এর কাছে গেলে সে সম্মানটা আমরা পাই না, ডিসি সাহেবের কাছে গেলে সে সম্মানটা পাই না, এসপি সাহেবের কাছে গেলে সে সম্মানটা পাই না। কারণটা কি? দেশটা কি আমরা স্বাধীন করে দিয়েছি আপনাদের জন্য না আমরা ভোগ করার জন্য?
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, স্থানীয় সরকার উপ-পরিচালক মোখলেছুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, জেলা পরিষদের সদস্য এড. নূরজাহান, এড. মাহমুদা মালা প্রমুখ।