নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম আর সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক উম্মুক্ত চিত্রাঙ্কন মেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্কন মেলার আয়োজন করে জেলা ছাত্রলীগ।
চিত্রাঙ্কন মেলা নিয়ে শুভেচ্ছা বক্তব্যে সাফায়েত আলম সানী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের পূর্নাঙ্গ বিজয় ফিরে পায়। তাই এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে কোমলমতি শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ চিত্রাঙ্কন মেলার আয়োজন করছি। এটি কোন প্রতিযোগিতা না এটি মেলা যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. মোঃ আলী আকবরসহ জেলা ও বিভিন্ন থানা কমিটির ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ চিত্রাঙ্কন মেলায় অংশগ্রহনকারীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়।