বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কর‌ছেন জন‌নেত্রী শেখ হা‌সিনা : চেয়ারম্যান চন্দনশীল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঐতিহা‌সিক ৭ই মার্চ উপল‌ক্ষে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দ। এছাড়াও দিন‌টি যথাযথ মর্যাদায় পাল‌নে আলোচনা সভা ও এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী বের ক‌রে কর্মকর্তা ও প‌রিষ‌দের সদস‌্যগণ। বৃহস্প‌তিবার সকা‌লে জেলা প‌রিষদ প্রাঙ্গ‌ণে এ আয়োজন করা হয়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ঐতিহা‌সিক জ্বালাময়ী ভাষণ এবং স্বাধীণতা যু‌দ্ধে বঙ্গবন্ধুর তাৎপর্য তো‌লে ধ‌রেন।

এসময় জেলা প‌রিষদ চেয়ারম‌্যান চন্দন শীল ব‌লেন, দে‌শের স্বাধীণতা সংগ্রা‌মের একমাত্র ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের ডা‌কেই সাড়া দি‌য়ে সারা বাংলার মানুষ সে‌দিন ঝাঁ‌পি‌য়ে প‌ড়ে‌ছিল। দুই লক্ষ মা-‌বোনের সম্ভ্রম এবং ত্রিশ লাখ শহী‌দের বি‌নিম‌য়ে আমরা স্বাধীণ বাংলা‌দেশ পে‌য়ে‌ছি। এক মু‌জি‌বীয় স্লোগান সে‌দিন বাংলার মানুষ‌কে জাগ্রত ক‌রে‌ছিল। আমা‌দের জা‌তির নেতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দে‌খে‌ছি‌লেন। আজ সে ‌সোনার বাংলা বি‌নির্মা‌ণে নিরালশ কাজ ক‌রে যা‌চ্ছেন তারই কণ‌্যা আমা‌দের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কর‌ছেন প্রধান মন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা। এক‌টি দ‌রিদ্র দেশ থে‌কে বাংলা‌দেশ আজ মধ‌্য আয়ের দে‌শে প‌রিণত হ‌চ্ছে। বাংলা‌দেশ আজ উন্নয়‌নের রোল মডেল। তাই আগামী‌তেও দে‌শের স্বা‌র্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা‌শে থে‌কে আমা‌দের কাজ ক‌রে যে‌তে হ‌বে। আর তাহ‌লেই আমা‌দের আগামী প্রজন্ম একটি সুন্দর বাংলা‌দেশ পা‌বে। যেম‌নি ক‌রে বঙ্গবন্ধু আমা‌দের বাংলার মান‌চিত্র এনে দি‌য়ে‌ছেন। ঠিক তেম‌নি জননেত্রী ‌শেখ হা‌সিনা বাংলা‌দেশ‌কে সারা‌বি‌শ্বে মাথা উঁচু ক‌রে দাঁড় করি‌য়ে‌ছে। তি‌নি পে‌য়ে‌ছেন মানবতার মা উপা‌ধি।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, জেলা প‌রিষ‌দের সদস‌্য মু‌জিবুর রহমান, আবু নাঈম ইকবালসহ অন‌্যান‌্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

add-content

আরও খবর

পঠিত