বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রিপন সরদারের উদ্যোগে নেওয়াজ বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ অটো রিকশা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিপন  সরদারের  উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) চাষাঢ়া মহিলা কলেজ সংলগ্ন সংগঠনটির কার্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, বিএনপি জামাত জোটের অপশক্তিরা যদি ক্ষমতায় আসে, তাহলে যেভাবে তারা মানুষ পুড়িয়ে মেরেছে, যেভাবে কৃষকদের সারের জন্য গুলি করে হত্যা করা হয়েছে, তার চাইতেও আরো অনেক বেশি হত্যাকান্ড চালাবে। ওরা (বিএনপি) ক্ষমতায় আসলে এদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে। যে যুদ্ধে এদেশের ২০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করা হবে। কারন, আপনার পরিবারের কেউ বিএনপি করেনা। তাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। এ মাসেই বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিল। দিনটি পালনে নানা কর্মসূচী পালন করে থাকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে নারায়ণগঞ্জ অটো রিকশা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন সংগঠনটি।

নুরুদ্দিন পাটুয়ারি’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসনে সাজনু ও দৈনিক ভোরের কথা পত্রিকা’র সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত