বঙ্গবন্ধুর বাংলায় মাদকের ঠাই নাই : কাউন্সিলর সাগর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নাসিক এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর বলেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতে তারই নেতৃত্বে এদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনিত হবে। মনে রাখবে। তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার সন্তান। অবশ্যই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে৷ সময়মত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। কেননা একমাত্র খেলাধুলাই পারে মানুষের মনকে চাঙ্গা রাখতে, মাদক থেকে দূরে রাখতে। আমারে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে৷ তাই আমাদের মাদককে চিরতরে গুডবাই জানাতে খেলাধুলা কোন বিকল্প নেই।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মদনগঞ্জ টিক্কার মোড়স্থ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  ১৯ নং ওয়ার্ড শ্রমিকলীগের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যান  ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাচিয়ে রাখবে তত আপনাদের পাশেই থাকব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত, ১৯, ২০, ২১নং ওয়ার্ড মহিলা আসনের কাউন্সিলর শিউলী নওশাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন কমান্ডার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আ.লীগের সদস্য হাজী আমজাদ হোসন, সমাজ সেবক আলমগীর হোসেনসহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত