বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা একটি অসম্প্রদায়িক সংবিধান পেয়েছি : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করার পরেও ৭৫ বয়সী একজন মহীয়সী নারী তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নিজ পরিবারের প্রায় সবাইকে হারিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশ ও এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের যেভাবে কাজ করে যাচ্ছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের পর ধর্ম বর্ন নির্বিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আমরা একটি অসম্প্রদায়িক সংবিধান পেয়েছি। ৬ই ফেব্রুয়ারি রবিবার রাতে বন্দর আমিন আবাসিক এলাকাস্থ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খান মাসুদ বলেন, অসম্প্রদায়িক এ বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা উদযাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও ৪ আসনের সাংসদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের অভিভাবক জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি।

আমিন আবাসিক এলাকা শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির উপদেষ্টা শ্রী মোহন দাসের সভাপতিত্বে পূজা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আমিন আবাসিক এলাকা শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটি প্রধান উপদেষ্টা শ্রী জুয়েল ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটির সভাপতি শ্রী সঞ্জিত কুমার, সিনিয়র সহ-সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী প্রাণকৃষ্ণ ভৌমিকসহ হিন্দু সাম্প্রদায়িক অসংখ্য নারী-পুরুষ।

add-content

আরও খবর

পঠিত