নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে কাশীপুরে অর্ধশত পাউন্ডের কেক কাটেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল। ১৭ মার্চ মঙ্গলবার রাতে কাশীপুর খিলমার্কেটস্থ নিজ বাস ভবনে নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক শফি উল্লাহ শফি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ গিয়াসউদ্দিন, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আলম ফাতু, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শামীম আহমেদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এস এম লিটন প্রমুখ।