বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মসূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগষ্ট প্রথম প্রহরেই মানব সেবায় নিয়োজিত রেখে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এছাড়াও ফাউন্ডেশনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস ও রক্ত চাপ পরিক্ষাসহ চিত্রাঙ্কন ও স্বরচিত কবিতা আবৃতি প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত সোমবার কাশিপুর খিল মার্কেট ফাউন্ডেশনটির প্রধান উপদেষ্টার ভবন সংলগ্ন ও আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে পৃথকভাবে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

এ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফ উল্লাহ বাদল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল কৃষ্ণ সাহার সার্বিক তত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, কাশীপুর বহুমুখী সেবাঘরের প্রতিষ্ঠাতা ও সংগঠনের কার্যকরী সদস্য গোলাম হায়দার, আমির উল্লাহ রতন, আতাউর রহমান আতা।

পুরো কর্মসূচিটি সার্বক্ষনিক ত্বত্তাবধানে ছিলেন ফাউন্ডেশন এর সভাপতি আহসান উল ইউসুফ শাকিল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাজন, সহ সভাপতি সোহেল, সৈকত, অনিক, আসমা খাতুন মৌ, সৌরভ, স্বাধীন, ইভান সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী এবং পি ওয়াই টি টিমের সদস্যবৃন্দ।

এ বিষয়ে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাজন বলেন, মানব সেবার প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এ মাস শোকের মাস। এজন্য প্রথমেই পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছি।তাছাড়াও দিনব্যাপী নানা কর্শালার মধ্য দিয়ে আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করি।

এদিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস ও রক্ত চাপ পরিক্ষা করাতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায়। এতে সার্বিক সহযোগিতা করেছে কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ। সেবা পেয়ে সাধারণ মানুষ এ রকম কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সেবা গ্রহীতাসহ সকলেই এ কার্যক্রমে সন্তুষ্টি ও সাধুবাদ জানান। নিয়মিত এ ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান।

add-content

আরও খবর

পঠিত