বঙ্গবন্ধুকে নিয়ে সনু নিগমের গান, সুর মেলালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভারতীয় সঙ্গীত শিল্পী সনু নিগম অনেকবারই গেয়েছেন বাংলা গান। এবার তার কণ্ঠে শোনা গেল বাংলাদেশের দুটি দেশাত্মবোধক গান- ধন ধান্য পুষ্পে ভরা ও শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি. বাংলাদেশ, আমার বাংলাদেশ। গানের তালে সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সামনে রেখে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি। যার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে উদ্বোধনী কনসার্ট দিয়ে। ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি উপভোগ করেন উদ্বোধনী অনুষ্ঠান।

সনু নিগমের কণ্ঠে বাংলাদেশের দেশাত্মবোধক গান শুরু হতেই করতালি দিয়ে অভিনন্দন জানান মাঠে উপস্থিত দর্শকরা। পরে এ শিল্পী বলেন, বঙ্গবন্ধুকে সম্মান জানাতেই তার পরিবেশনা। স্টেডিয়ামের মঞ্চের উল্টো দিকে প্রেসিডেন্ট বক্সে বসে সনু নিগমের গানে সুর মেলান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যায় অভূতপূর্ব দৃশ্যটি !

add-content

আরও খবর

পঠিত