বঙ্গন্ধুর শতবর্ষ পু‌র্তির আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন : আব্বাসী জৈনপুরী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমীর আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু তিনি সেই সুযোগ পাননি। তার আগেই তাঁকে হত্যা করা হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ হওয়ার আরো ৩১ দিন বাকি আছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আগেই জাতীয় সংসদে বিল পাশ করে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করুন।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকালে নগরীর জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদেরকে মুসলমান বলা যাবে না। তাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের উপাসনালয়কে মসজিদ হিসেবে বলতে বা লিখতে নিষেধাজ্ঞা জারি, তাদের কারো নামের সাথে ইসলামী কোন লকব ব্যবহার নিষেধাজ্ঞা করতে হবে। কাদিয়ানিদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিষ্ঠান বাজেয়াপ্ত বা রাষ্ট্রায়াত্ব করতে হবে।

তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমীর মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরীর সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইখুল ইসলাম ক্বারী হাফেজ তৈয়্যব সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমদাদুল আব্বাসী জৈনপুরী, এহসান উল্লাহ আব্বাসী জৈনপুরী, মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী, বিটিভির আলোচক ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ড. সৈয়দ হাসান আল আজহারীসহ আলেম ওলামাবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত