নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বাধন কর্মকার কৃষ্ণ ): ভয়াবহ করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশেও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন নি¤œ আয়ের মানুষ। এই করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে বগুড়ার শেরপুর-ধুনট উপজেলার কর্মহীন ফুটপাত ব্যবসায়ী, শ্রমিক, ভ্যানচালক সহ হতদরিদ্র প্রায় ১ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে চাল-ডাল-তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ডেপুটি এটর্নী জেনারেল ও বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রূপা। ৯ এপ্রিল বৃহস্পতিবার ধুনট উপজেলার নিজ বাসভবন(চৌকিবাড়ী) এবং শেরপুর পৌর এলাকায় ও বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে তার পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পপি রানী সাহা, ধুনট উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি মতিউর রহমান, চৌকিবাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হবিবর রহমান হবি, মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শিপন সেখ প্রমুখ। অপরদিকে শেরপুর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিকালে এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা তার সহযোগীদের মাধ্যমে কর্মহীন অসহায় হতদরিদ্রদের বাড়ীতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।