বক্তাবলীতে সাংবাদিকের উপর মাদক সন্ত্রাসীদের হামলা

নারায়নগঞ্জ বার্তা ২৪ : সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল (নিউজ প্রতিদিন ডটনেট) এর সম্পাদক ও ফতুল্লা থানা প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের উপর মাদক সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সোমবার দুপুর ১টায় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে সন্ত্রাসীদের হামলার সময় সাংবাদিক আবুল কালাম আজাদ বাড়িতে ছিল না। এ ঘটনায় ফতুল্লা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাংবাদিক আবুল কালাম জানায়, স্থানীয় একটি অনলাইন পোর্টালে বক্তাবলীর ৫০ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জের ধরে মধ্যনগর এলাকার মৃত সেকান্দরের পুত্র হালিম, মানিক কসাইয়ের পুত্র আমান, রফিকুলের পুত্র শান্ত, দিন মো. দেলুর পুত্র শাহাদাৎ স্বপন, মজিবুরের পুত্র রফিকুল সহ প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী এই হামলা অংশ নেয়।

এসময় সন্ত্রাসী টেটা, বল্লম, রাম দা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আঘাত করে এবং সাংবাদিক আবুল কালামকে আজাদকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মঞ্জুর কাদের পিপিএম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

add-content

আরও খবর

পঠিত