নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ডকইয়াড শ্রমিক ফয়সাল হত্যা মামলায় সন্দেহ ভাজন আসামী সাদ্দাম (১৭) কে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ধৃতকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। ধৃত সাদ্দাম নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড় এলাকার আমির হোসেন মিয়ার ছেলে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই এমদাদ হোসেন জানিয়েছে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার বেলা ১টায় নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় থেকে ফয়সাল হত্যার সন্দেহে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় খুনীরা ডক শ্রমিক ফয়সালকে মোবাইল ফোনে ডেকে নবীগঞ্জ সাবেক সাব রেজিস্ট্রি অফিসের পিছনে নিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা ১০ জনকে আসামী করে মামলা করেন। এ ব্যাপারে নিহত ডকইয়ার্ড শ্রমিক ফয়সালের আত্মীয় স্বজনরা জানিয়েছে, থানায় মামলা দায়েরের ৬ দিনে পেরিয়ে গেলেও ফয়সাল হত্যা মামলার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে ব্যার্থতার পরিচয় দিচ্ছে বন্দর থানা পুলিশ ।