নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে ফয়সাল মোহাম্মদ সাগরের মুখোমুখী হবেন এবার স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, দাতা দয়ালু এবং সর্বালোচিত সমাজ সেবক প্রয়াত মহসিন আবেদ চৌধুরী’র অন্যতম উত্তরাধিকারী অপর ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমান চৌধুরী।
বর্তমান কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বি থাকবেন বলে নাম শোনা গেলেও অন্য সবার মধ্যে অত্যন্ত হেভিওয়েট প্রার্থী মোখলেছুর রহমান চৌধুরী, মাঠ জরিপে এমনটাই শোনা যাচ্ছে।
উল্লেখিত ওয়ার্ডের অধিকাংশের মন্তব্য, সমগ্র মদনগঞ্জ এলাকার শিক্ষা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে এই চৌধুরী পরিবারের রয়েছে অনেক দৃশ্যমান এবং উল্লেখযোগ্য অবদান। উল্লেখিত প্রার্থী মোঃ মোখলেছুর রহমান চৌধুরী’র প্রয়াত পিতা মহসিন আবেদ চৌধুরী’র দেয়া ৬৫ শতাংশ জমি উপর গড়ে ওঠেছে বন্দর উপজেলা পরিষদ। মদনগঞ্জবাসী ইসলামপুরবাসী’র জন্য কবরস্থান তৈরীতেও ৪০ শতাংশ জমি দান করেছেন এই দাতা দয়ালু মহসিন আবেদ চৌধুরী। শান্তিনগর প্রাইমারী স্কুল প্রতিষ্ঠায় দিয়েছেন জমি বরাদ্ধ। এছাড়া মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও এই চৌধুরী পরিবারের যথেষ্ঠ অবদান রয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
১৯নং ওয়ার্ডবাসী আরও জানান, মহসিন আবেদ চৌধুরী এবং তার উত্তরাধিকারীরা এ যাবৎ শিক্ষা সামাজিক এবং ধর্মীয় উন্নয়নে যে আন্তরিক ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবং অতুলনীয়। যে কারনে উল্লেখিত ওয়ার্ডের উন্নয়নে আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মোখলেছুর রহমান চৌধুরীকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোটার সাধারণ। তাদের মতে, বর্তমান কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মোখলেসুর রহমান চৌধুরী। তাঁর প্রার্থীতা ঘোষণার পর থেকে এলাকার ভোটাররা নতুন করে করছে তাদের ভোটের হিসাব। অধিকাংশের অভিমত এবার ভোটের জেয়ারে এগিয়ে যেত পারেন মোখলেছুর রহমান চৌধুরী।