ফের নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ১ দিন যেতে না যেতেই এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সজিব (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। ৩১ জুলাই রবিবার রাত টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাশে চানঁমারির ঢাকানারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত সজিব সদর থানা এলাকার চাষাড়া রামবাবুর পুকুড় পাড় ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ সুপার কার্যালয়ের পাশে চাঁনমারির ঢাকানারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় কে বা কারা ওই কিশোরকে ছুরিকাঘাত করে জখম করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর শুনে রাত ১১ টার দিকে হাসপাতালে ছুটে যান নিহতের মা বোন। এরপর তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গণ।

ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান , ‌আমি আদালত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পথে দেখি পুলিশ সুপার কার্যালয় বরাবর লিংক রোডে কে বা কারা কিশোরে বয়সের এক ছেলেকে ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। আমি ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির পরনে ফুল প্যান্ট ফুলহাতা শার্ট ছিল। তার নামপরিচয় বলতে পারছি না।

বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ওই কিশোরে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরা দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

add-content

আরও খবর

পঠিত