নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা এবং ইসলামী শাসনের অনিবার্যতা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াত সারাদেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল থেকে শুরু করে সর্বনিম্ন দায়িত্বশীলগণ দাওয়াতী মাসের কর্মসূচি সফলে মাঠে নামবেন এবং ইসলামী আন্দোলনের দাওয়াতপত্র বিতরণ করবেন।
সংগঠনের সারাদেশের ৭৮টি সাংগঠনিক জেলার অধীনে সকল শাখা একযোগে ফেব্রুয়ারি মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পরিচালনা করবেন। ব্যক্তিগত দাওয়াত, গ্রুপভিত্তিক দাওয়াত এবং দাওয়াতী সভার মাধ্যমে এ মাসের কর্মসূচি পালন করা হবে। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং মুহা. সুলতান মাহমুদের পরিচালনায় দাওয়াতী মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. মামুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াস উদ্দিন মুহা. খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক আলহাজ¦ শেখ মুহা. হাসান আলী, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মন্ত্রী-এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ জনগণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য। দেশের মানুষ নির্বাচনমুখি। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের ব্যাপক প্রচার হয়। জনগণ দুর্নীতিবাজদের ভোট না দিয়ে সৎ ও আল্লাহভীরু প্রার্থীকে ভোট দিবে। এতে তাদের ভোটের হেফাজত হবে।
নগর সভাপতি সকলস্তরের নেতাকর্মীদেরকে দাওয়াতী মাসের কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি বলেন, এদেশের অধিকাংশ মানুষ ইসলামী অনুশাসনের সুফল সম্পর্কে অবগত নয়। মানুষ যদি জানতো ইসলামী শাসনে কত শান্তি, তাহলে কেউ তাগুতি শক্তির পিছনে ঘুরতো না। গণমানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানান।