নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান ) : অমর একুশ-৬৬ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের শহীদ ভাষা বীরদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান- এর সদস্যবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে বিভিন্ন এলাকা থেকে সদস্যরা এসে প্রভাত ফেরিতে অংশ নেন। সকাল ৮টায় তারা নারায়ণগঞ্জ শহরের কেন্দীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রভাত ফেরীর র্যালীর নেতৃত্ব দেন গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন মেহরাব হোহেন অপু, রেজওয়ান আমিন সহ অন্যান্য মোডারেটর ও সদস্যবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এর জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থান সারা বছর ই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে।