ফেইসবুক উধাও করলো সোহেলের স্ত্রী ও সন্তান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর কারনে বিনষ্ট হলো এক যুবকের সংসার। স্ত্রী, সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা ফতুল্লা থানাধীন  ইসদাইরের এলাকার দুই সন্তানের জনক সোহেল। ফেইসবুক ব্যবহারে বাধা দেয়ায় শাশুড়ীর কু-প্ররোচনায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উধাও হয়েছে সোহেলের স্ত্রী মুক্তি। গত ২৮ দিন যাবত বিভিন্ন স্থানে খোঁজ নিলেও পায়নি তার স্ত্রী ও সন্তানের সন্ধান। সোহেল জানায়, গত ১৯ আগষ্ট শনিবার রাত সাড়ে ৮ টায় কাউকে কিছু না জানিয়ে তার শাশুড়ী নাসিমা ও তার মামাতো ভাই বাবুরাইল এলাকার আনুর পুত্র মাসুম ড্রাইভার  ইসদাইর বাজার মসজিদের সামনে এসে স্ত্রী মুক্তিকে বাসা থেকে বেরিয়ে আসতে বলে। এ সময় স্ত্রী মুক্তি তার মায়ের প্ররোচনায় পরিধেয় জামা কাপড়, তাদের দুই সন্তান সিজান(৭) ও সনি(৫)কে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। প্রতিবেশীর ধারনা করেছিল,হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে। এরপর থেকে অনেক আতœীয় স্বজনের বাড়ীতে অনেক খোঁজ করেও তাদের সন্ধান পায়নি বেচারা সোহেল। ইসদাইর বাজার মসজিদ সংলগ্ন আলম সাহেবের বাড়ীতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো সোহেল। সোহেল আরো জানায়, স্ত্রীর ফেইসবুক ব্যবহারে বাধা দেয়ায় অজুহাতে পারিবারিক কোলহের কারনে স্ত্রী ও সন্তানদের গোপন স্থানে রেখেছে তার শাশুড়ী নাসিমা ও মাসুম ড্রাইভার।শাশুড়ীর কু-প্ররোচনায় তার স্ত্রী বাসা থেকে বেরিয়ে গেছে।

দুই সন্তানের মধ্যে ৫ বছরের শিশু কণ্যা সনি ছিল সোহেলের যক্ষের ধন।সোহেল যেখানেই যেতো আদরের কণ্যা সনি ছিল তার সাথী।কন্যা সনিও ছিল পিতার জন্য আতœহারা। ২৮ দিন যাবত আদরের কণ্যা সনিকে দেখতে না পেয়ে সোহেল এখন পাগলপ্রায়। সোহেল একনজর তার কণ্যা সনিকে দেখতে চায়।এলাকাবাসী জানায়, সোহেল এর  কাছে সবচেয়ে প্রিয় ছিল তার কণ্যা শিশু সনি।সনিকে নিয়ে ঘুরে ফিরতো সোহেল।ফেইসবুক ব্যবহার নিয়ে স্ত্রী’র  সাথে সোহেলের ঝগড়া হতো।অভাব অনটনের সংসারেও ফেইসবুকে বন্ধুদের সাথে চাটিং এ ব্যস্ত থাকতো সোহেলের স্ত্রী মুক্তি । এ  নিয়ে পারিবারিক কোলহে  লাপাত্তা হয়েছে তার স্ত্রী। বিয়ের পর কোন স্ত্রীকে ফেইসবুক ব্যবহার না করতে দেয়া শ্রেয় বলে জানান ওই এলাকার মুরব্বীয়ানরা। মেয়েকে বিয়ে দেয়ার পর এ বিষয়ে পিতা-মাতা কে সচেতন থাকা প্রয়োজন। কারন অনেক নারীর সংসার ভাংগছে শুধু ফেইসবুক ইস্যু নিয়ে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে অনেক। অনেক মেয়ে স্বামীকে ছেড়ে দিয়ে এফবি বন্ধুর সাথে পালিয়ে যাচ্ছে। সমাজে অহরহ ঘটছে ফেইসবুক ব্যবহার নিয়ে পারিবারিক কেলেংকারীর ঘটনা। মান সন্মানের কারনে অনেক পরিবার তা গোপন রাখছে। সোহেলের বিষয়টি সামাজিক ভাবে সুরাহার চেষ্টা চলছে ।

add-content

আরও খবর

পঠিত