ফুলেল শুভেচ্ছায় সিক্ত ওসি কামাল উদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ : ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ফতুল্লা মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন। সদ্য ওসি থেকে এএসপি পদে পদোন্নতির বদৌলতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের কাছ থেকে এ শুভেচ্ছা গ্রহন করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় (১০ মার্চ) শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের পক্ষে ওসি কামাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান, অফিসার আবদুল আজিজ, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান-২ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংগঠনের সাধারন সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম এর সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃছায়া জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ সিফাত আল রহমান লিংকন, ক্রিড়া বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মোল্লা সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম এর ষ্টাফ রিপোর্টার জুয়েল রানাসহ আরো অনেকে। এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত ওসির কর্ম জীবনের সাফল্য কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

ওসি কামাল উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, ফতুল্লা মডেল থানায় যোগদানের পর থেকেই আমি দক্ষ ও চৌকস অফিসার দ্বারা একটি কয়েকটি টিম গঠন করেছিলাম। আর ওই টিমগুলোর মাধ্যমে ফতুল্লা থানাধীন সকল এরিয়ায় অপরাধ দমনে কাজ করেছি। সার্বক্ষনিক জনগনের জান-মালের নিরাপত্তায় সর্বদা সজাগ থেকেছি। ভবিষ্যতেও বাংলাদেশের যেখানেই সরকার আমাকে কাজ করার সুযোগ করে দিবে সেখানেই আমি আপ্রান চেষ্টা করব সর্বোচ্চ সেবা দেয়ার।

add-content

আরও খবর

পঠিত