ফুটবল কোচ মোসলেহ উদ্দিন খন্দকার (বিদ্যুৎ চাচা) এর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোটর্স রিপোর্টার ) : ফুটবলের অকৃত্রিম বন্ধু, অসংখ্য ফুটবলার তৈরীর কারিগর মোসলেহ উদ্দিন খন্দকার(বিদ্যুৎ চাচা) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। তার আকষ্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিকালে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নিবেদিত প্রাণ ফুটবল কোচ, বহু নামকরা ফুটবলার তৈরীর কারিগর মোসলেহ উদ্দিন খন্দকার (বিদ্যুৎ চাচা)  ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সহ সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। শোক বার্তায় জেলার ফুটবলে মরহুমের অবদানের সম্মান জানানো হয়। তাঁর মৃত্যু ফুটবলের এক বিরাট শূণ্যতা বলে বিবৃতিতে বলা হয়। শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানানো হয় এবং তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়।

ফুটবল কোচ মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি তানভীর আহমেদ টিটু,সহ-সভাপতি মুক্তার হোসেন, শহীদ হোসেন স্বপন,কোষাধ্যক্ষ রবিউল হোসেন সদস্য এজেডএম ইসমাইল বাবুল, মোঃ ইব্রাহিম চেঙ্গিস,গোলাম গাউছ,মোস্তফা কাওছার,জাকির হোসেন,মোঃ নেয়ামত উল্লাহ মিয়া,জসিম উদ্দিন,মেহেবুবুল হক তালুকদার টগর,আনজুমান আরা আকসির শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ডিএফএর নেতৃবৃন্দ বিবৃতিতে ফুটবলের এই নিবেদিত প্রাণ সংগঠকের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রমিলা ফুটবলের কর্ণধার মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির। অবহেলিত মেয়েদের নিয়ে মহিলা ক্রীড়া সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় বিদ্যুৎ চাচা শুরু করেছিলেন ফুটবল প্রশিক্ষণ। ক্রমে পরিণত ফুটবল দল সংগঠিত করে জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছিল জেলা মহিলা ফুটবল দলটি। তার মৃত্যুতে এক অপূরণিয় শূণ্যতা হয়েছে বলে মহিলা ক্রীড়া সংস্থা মনে করে। শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানো হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে,ইউ আকসির,এজেডএম ইসমাইল বাবুল,ফারুক বিন ইউসুফ পাপ্পু,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,জাকির হোসেন শাহিন,সদস্য মাকসুদ উল আলম,মাহবুবুল হক উজ্জল,আরিফ মিহির,জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহীদ হোসেন স্বপন,কোষাধ্যক্ষ মোঃ রবিউল হোসেন,সদস্য মোঃ জসিম উদ্দিন,মোঃ নেয়ামত উল্লাহ মিয়া,মেহেবুবুল হক তালুকদার টগর,সাবেক ফুটবলার হাজী আমিনুর রহমান, মোঃ কাজী নজরুল ইসলাম,আব্দুল্লাহ পারভেজ,ওয়ালী ফয়সাল,আজমল হোসেন বিদ্যুৎ,মেহেদী হাসান তপু,আমান উল্লাহ ,আজমত খন্দকার, আজিজি আল আরমান,ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক তালুকদার,রজ্জব আলী,এনামুল হক খোকা,আসলাম চৌধুরী,মাহমুদ হোমেন সুজন,জাকির হোসেন,জাহাঙ্গীর আলম সহ অসংখ্য গুনগ্রাহী তাঁর জানাজা নামাজে অংশ নেন। পরে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা শেষে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাকে তাঁর বাড়িতে যান ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে,ইউ আকসির,এজেডএম ইসমাইল বাবুল।

add-content

আরও খবর

পঠিত