ফুটপাত দখল করে সুমাইয়া চাইনিজ এর ব্যবসা, পথচারীদের ভোগান্তি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীতে প্রতি বছরের মতো এবারও ফুটপাত দখল করে চলছে ইফতার সামগ্রী বিক্রি। বস্তুত পক্ষে দেখে বোঝার উপায় নেই, এটি ফুটপাত নাকি ব্যবসাকেন্দ্র। হাঁটার জায়গাজুড়ে পণ্যসামগ্রীর পসরা আর বিক্রেতাদের ব্যস্ততা। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটবেন, সেখানেও একই অবস্থা। রাস্তা দখল করে রাখা হয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা।

রোববার (১২ মে) বিকেলে সরেজমিনে দেখা গেছে, শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন সুমাইয়া রেস্টুরেন্ট এন্ড চাইনিজ এর ব্যবসায়ীরা ফুটপাত দখল করেই চালাচ্ছেন ইফতার সামগ্রী বিক্রি। দ্বীতলা বিশিষ্ট বিশাল আকারের রেস্টুরেন্টটিতে যথেষ্ট জায়গা থাকলেও নানা খাবারের পসরা সাজিয়ে দখল করে রেখেছে ফুটপাত। এমনকি রমজান মাসকে ঘিরে বাঁশ দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে বিশাল সামিয়ানা ও প্যান্ডেল। ফুলের টপ দিয়েও বিশেষ কায়দায় দখল করা হয়েছে পথচারীদের ব্যবহারের এই ফুটপাত। এতে পথচলিত মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি।

পথচারীরা অভিযোগ করে বলেন, রমজানে প্রতিবছর প্রকাশ্যেই ফুটপাত দখল করে সুমাইয়া রেস্টুরেন্ট এন্ড চাইনিজ এর ব্যবসায়ীরা। তারা ব্যবসা করুক এতে তো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যাওয়া আসার হাঁটার জায়গাটাও তারা দখলে নিয়ে রেখেছে। বিশষ করে ইফতারের আগমুহুর্তে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে এখান দিয়ে চলাচলই করা যায়না। স্থানীয় প্রসাশন, সিটি কর্পোরেশন, ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট কেউ যদি পদক্ষেপ নিতো তবে আমরা নগরবাসী ভোগান্তি থেকে রক্ষা পেতাম।

শুধু সুমাইয়া, এ্যটেল মাটি নামক রেস্টুরেন্টের সামনে থাকা ফুটপাতেই নয়। এমন চিত্র শহরের দুই নং রেল গেট থেকে শুরু করে শহরের মূল সড়কের দুই ধারেই বিদ্যমান। এসব ইফতার বিক্রেতাদের মধ্যে বেশিরভাগই নামিদামি হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের ব্যবসায়ী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা আর নতুন কি। প্রশাসন ও সিটি করপোরেশনের নজরদারীতে কিছুদিন এই ফুটপাত দখল মুক্ত হলেও, কিছুদিন পর আগের অবস্থায় চলে আসে। আর প্রতিবছরই রমজান আসলেই তাদের মধ্যে শুরু হয় ফুটপাত দখলের প্রতিযোগীতা। রাস্তায় চলা যায় না যানবাহনের কারণে, আর ফুটপাতে চলা যায়না অসাধু দখলকারী ব্যবসায়ীদের কারণে।

add-content

আরও খবর

পঠিত