নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড মুক্তিনগর (নয়াআটি) এলাকা থেকে অপহরণ চক্রের ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার সহ ০১ জন অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। অপহৃত পেশায় একজন রিক্সাচালক। তাকে কৌশলে অপহরনকারী চক্রটি কথা আছে বলে উক্ত এলাকার বক্ল-এ, রোড-৭, অরুনী কুঞ্জ নামক বাসার ৪র্থ তলার উত্তর পার্শ্বে ফ্ল্যাটে নিয়ে যায়। বাসার দরজা আটকে জোরপূর্বক জামা-কাপড় খুলে নগ্ন করে ঐ অপহরণ চক্রের একজন মহিলার সাথে অন্তরঙ্গ ভাবে ভিডিও ও স্থির ছবি ধারন করে। তাদের ধারনকৃত ভিডিও ও ছবি ভিকটিমের পরিবারের কাছে ও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে হুমকী দেয়। অপহরণ চক্রের অন্য সদস্যরা ছদ্মবেশে নিজেদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অশ্লীল কাজ করার অপরাধে তার নিকট থেকে ০১ লক্ষ টাকা দাবী করে। অপহৃতকে তার পরিবারের নিকট থেকে টাকা আনতে বলে। দ্রুত বিকাশে টাকা না পাঠালে জানে মেরে ফেলার হুমকী প্রদর্শন করে। ০১ লা অক্টোবর রবিবার বিকালে নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব আরও জানায়, এই অপহরণকারীচক্র তাদের নারী সদস্যদের দিয়ে বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করে প্রেমের ফাঁদ পেতে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায়। জিম্মি করে মেয়েদের সাথে অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে। তাদের কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকী দিয়ে টাকা আদায় করে থাকে। বিষয়টি র্যাব-১১ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে উপরোক্ত আসামীদেরকে অপহরনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন সহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ জসিম উদ্দীন চৌধুরী এর নেতৃত্বে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে। ৩০ সেপ্টেম্বর শনিবার রাত পৌণে ১২ টায় ওই অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ১। মনির ভূইয়া @ আজাদ (৩৫), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-মাঝিপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। আক্তার (৪০), পিতা-মৃত সেকান্দার বেপারী, মাতা-রাইমন নেছা, সাং-চর সামাইল বেপারী বাড়ী, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, এ/পি-মাদাইনগর চৌরাস্তা, আউলাদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। ইমাম হোসেন (২৮), পিতা-মৃত মফিজ খান, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-রাজীবপুর, থানা ও জেলা-লক্ষ্মীপুর, এ/পি-সানারপাড়, নুরু উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। শারমিন আক্তার @ হ্যাপি (২৫), পিতা-মৃত রইজ উদ্দিন, মাতা-মাজেদা বেগম, সাং-বিদ্যা বলয়, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা।
এসময় অপহৃত মোঃ মহরম আলী (২৫), পিতা-মৃত কফিল উদ্দিন, মাতা-জায়মা বেগম, সাং-বিহারীপাড়, থানা-নকলা, জেলা-শেরপুর, এ/পি-ডেমরা সারুলিয়া, মঞ্জিলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ডেমরা, ঢাকাকে উদ্ধার করা হয়। এর পূর্বে অপহরণকারী চক্রের অপর সদস্য ৫। মোঃ ইউসুফ (৩৫), পিতা-ইদ্রিস, সাং-কাচিরা, থানা-গৌরনদী, জেলা-ভোলা কৌশলে পলিয়ে যায়।