ফাতেমা আমিনের মৃত্যুতে না.গঞ্জ মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর প্রতিনিধি ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সেই মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বৃহস্পতিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম।

একই সাথে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন  (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৪ কন্যা এবং ৩ পুত্র সন্তান সহ অসংখ্য রেখে গেছেন। বৃহষ্পতিবার বাদ মাগরিব গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) এবং শুক্রবার বাদ আসর ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

add-content

আরও খবর

পঠিত