নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন এর বাস ভবনে দুঃসাহসিক চুরির ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। চুরির ঘটনায় পুলিশ ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস স্টাফসহ কমপক্ষে ১০ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কাজের ২ মহিলাকে বিকেলে ও বাকি ৮জনকে রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মিনারা নাজমীন ছুটি নিয়ে বন্দরের বাহিরে অবস্থান করছিল। এ সুযোগে অজ্ঞাত চোরের দল গত বুধবার দুপুরে কৌশলে তার বাসভবনের ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটনায়। ইউএনও বাড়ীতে চুরির ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার র্নিবাহী কর্মকর্তার অফিস স্টাফ ও কাজের ২ মহিলাসহ কমপক্ষে ১০ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে কাজের বুয়া জুলেখা বেগম ও রফেদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গত বৃহস্পতিবার বিকেলে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি আটককৃত অফিস স্টাফ মোতালিব (৪০), ড্রাইভার বাসেদ (৪৮), প্রতাপসিং (৪২), বদু (৩০), কাশেম (২৮), শাহীন (২০), মুজাহিদ (১৮), মনির (২৬)কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, চুরি ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। র্নিবাহী কর্মকর্তা থানায় না আসায় বাড়ী থেকে কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। চুরির ঘটনায় আটকৃতদের জিজ্ঞাসাবাদ করে রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ রির্পোট লেখা পর্যন্ত চুরি ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।