ফরাজিকান্দা থেকে হাটখোলা রাস্তার উন্নয়ন কাজ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে । ৮ এপ্রিল রবিবার সকালে পাইকপাড়া এলাকায় ফরাজিকান্দা থেকে হাটখোলা পর্যন্ত রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন  ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।

পাইকপাড়া এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী ছিল ঐ রাস্তাটির উন্নয়ন করা। সেটি পুরন হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা যায়। এলাকার মানুষ কাউন্সিলর আব্দুল করিম বাবুকে ধন্যবাদ জানান এবং তার দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন  আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান, আব্দুর রহিম, মো.আজহারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ওয়ার্ডের ঋষিপাড়া এলাকাবাসীর সুবিধার্থে প্রায় ১০টি স্থানে গণসৌচাগার ও পয়ঃশোধনাগার নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে দ্রুত এই সকল স্থানে গণসৌচাগার ও পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে বলে জানান কাউন্সিলর বাবু।

add-content

আরও খবর

পঠিত