ফরাজিকান্দা টু কলাগাছিয়া রাস্তার বেহাল দশা

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা হইতে কলাগাছিয়া পর্যন্ত আদম আলী সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাত্মক ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে শত শত বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। এসব যান বাহন প্রতিদিন এ রুট  দিয়ে চলাচল করার কারনে কোন না কোন স্থানে দূঘটনা ঘটিয়ে সাধারন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে চলছে। ৩ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরুক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন মালবাহি ট্রাক ও অন্যাণ্য যানবাহন অতিরিক্ত মাত্রায় চলাচলের কারনে রাস্তাটি ব্যবহারের সম্পর্ন অনুপযোগী হয়ে  পরেছে । বিকল্প রাস্তা না থাকার কারনে ফরাজিকান্দা, আলীনগর, পুনাইনগর, ঘারমোড়া, চরঘারমোড়া, চুনাভূরা, আলীসারদী, শুভ ককরদী, কলাগাছিয়া, সুচিয়াবন্ধ, বুরুন্দীসহ আশে পাশের এলাকার হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসচ্ছে। র্দীঘ দিন ধরে আদম আলী সড়কে সংস্কার কাজ না হওয়ায় এ রাস্তা আজ চলাচলের অনুপযোগী । রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় এমপি সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত