নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ১৭ এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনকল্পে জামতলাস্থ ড্রাগন প্যালেস রেস্টুরেন্টে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আনিসুজ্জামান অনুকে আহবায়ক ও কবিরুল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, এনামুল হক সিদ্দিকী (সোজা সাপ্টা), মোহাম্মদ নেয়ামত উল্লাহ (সংবাদ চর্চা), সীমান্ত প্রধান (নারায়ণগঞ্জ টুডে), সাইফুল ইসলাম সজীব, সহিদুল ইসলাম সহিদ (অগ্রবানী প্রতিদিন ও সময় নারায়ণগঞ্জ ডট কম), আরিফুর রহমান (জন্মভূমি), মাহবুবুর রহমান খোকা (দেশের আলো), ফরিদ আহম্মেদ বাধন (যুগের চিন্তা), এমএইচ নয়ন (টাইমস নারায়ণগঞ্জ), মোখলেসুর রহমান তোতা (যুগের চিন্তা), সফিকুল ইসলাম জনি (ফটো নারায়ণগঞ্জ), মিলন বিশ্বাস হৃদয় (ফটো নারায়ণগঞ্জ), এবাদ উল্লাহ সরদার (জন্মভূমি), দুলাল আহম্মেদ (অগ্রবানী প্রতিদিন), নাজমুল হোসেন আশিক (সময় নারায়ণগঞ্জ), কবির হোসেন (সময় নারায়ণগঞ্জ), তানজিল আহম্মেদ তুষার (সময় নারায়ণগঞ্জ)।