নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : বর্নাঢ্য র্যালী, আলোচনা ও পান্তা ইলিশের আয়োজনের মধ্য দিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের বাংলা বষাবরণ উদযাপন করেছে। ১৪ এপ্রিল শনিবার সকাল ১০টায় আলোচনা শেষে একটি র্যালী বের করে ফতুল্লার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাংলা সনের প্রবক্তা হযরত শাহ্ ফতেহ উল্লাহ্ (রঃ) রওজা শরীফে ফাতেহা পাঠে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সহ-সভাপতি এড, সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক রফিক হাসান, মনির হোসেন, সেলিম মুন্সি, পম আজিজ, মাসুম আলী, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, শেখ মোঃ সেলিম, মাইটিভির ফতুল্লা প্রতিনিধি শাহাবুদ্দিন, জাকির হোসেন রবিন প্রমুখ।
বর্ষ বরণ অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।