নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আবদুর রহিমকে (দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি ও নিয়াজ মো: মাসুমকে (দৈনিক সোজাসাপটা) সাধারণ সম্পাদক করে করে ফতুল্লা প্রেস ক্লাবের ২০২১-২০২৩ইং কমিটি গঠন করা হয়েছে। ১১ই ডিসেম্বর শনিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি সহ-সভাপতি রিয়াদ মো: চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ডটকম), সহ-সভাপতি পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আ: আলিম লিটন (দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর ডটকম), দপ্তর সম্পাদক মো: বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলম (দৈনিক ডান্ডিবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ সাগর (দৈনিক দেশজগত), সদস্য: মো: রাশেদ (দৈনিক ডান্ডিবার্তা), মো: সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর ডটকম), মেহেদী হাসান রাসেল (সিএনএন বাংলা টিভি)।
নারায়ণগঞ্জ-৪ আসন এর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো: আলীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন, ফতুল্লা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সৈদিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ এবং দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন।