নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার টুসিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি জানান, রজনী আক্তার টুসি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
রজনী আক্তার টুসি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের মেয়ে।
এদিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলার আসামি টুসি। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি আরও জানান, আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় পৌঁছালেই রজনী আক্তার তুশিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে শনিবার রাতেই টুসিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।