নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন করেছেন মো. রকিবুজ্জামান। ৯ই মার্চ মঙ্গলবার দুপুরে ফতুলা মডেল থানার সাবেক ওসি মো.আসলাম হোসেন নতুন ওসি মো.রকিবুজ্জামানের হাতে তার দায়িত্ব বুঝিয়ে দেন ।
ফতুল্লা মডেল থানায় যোগদানের পর মো. রকিবুজ্জামানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, কেবলমাত্র যোগদান করলাম। সবকিছু বোঝার চেষ্টা করছি। ফতুল্লা থানাধীন প্রতিটি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সকলের সহযোগিতা কামনা করছি।
এর আগে ৮ই মার্চ সোমবার ফতুল্লা থানার সাবেক ওসি মো. আসলামকে ঢাকা রেঞ্জে বদলি হয়। তার বদলিতে ৯ই মার্চ মঙ্গলবার ফতুল্লা মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মো. রকিবুজ্জামান।
তাছাড়া এর আগে নবাগত ওসি মো. রকিবুজ্জামান মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। সেখান থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার বিসিক শিল্প নগরীবেষ্টিত ফতুল্লা মডেল থানায় যোগদান করেছেন।