ফতুল্লা থানার ওসি সহ ৬ অফিসারকে সম্মাননা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ১১ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস, জেলা পুলিশ সুপারের আয়োজিত মাসিক কল্যান সভায় ফতুল্লা মডেল থানায় সদ্যযোগদানকারী অফিসার ইনচার্জ হাজী শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম ও এস, আই কাজী এনামুলহক এবং তিন এএসআই জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা থেকে ১৮ মার্চ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে একাধিক পুরস্কার প্রাপ্ত সুদক্ষ অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন বদলী হলে যোগদান করেন  হাজী শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের । তিনি তার কর্ম দক্ষতার আত্ম প্রকাশ করতে পারলেন ফতুল্লা মডেল থানায়। তিনিও যোগদানের পরে  থানার ওয়ারেন্ট তামিল মাদক উদ্ধার সহ নানা বিষয়দি নিয়ে আইনশৃঙ্খলার অবকাঠামোতে  দক্ষতা দেখাতে পারায়, সে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননার পুরস্কার লাভ করেছে।

ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুলহক মাদক উদ্ধার ওয়ারেন্টসহ নানা বিষয়দিতে ভালো সফল পারফমের জন্য শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার লাভ করেছে। এএসআই তারেক আজিজ ও তাজুল ইসলাম ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননার পুরস্কার পেয়েছেন। এএসআই সোহেল রানা চেকপোষ্টে সাড়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী চিহ্নিত ও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করায় সে পুরস্কার পেয়েছেন।

ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জসহ ৫ অফিসার জেলা পুলিশ সুপারের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা পুরস্কার পেয়েছেন।

add-content

আরও খবর

পঠিত