ফতুল্লায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রহিম চৌকিদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতরকৃত রহিম চৌকিদার মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানা এলাকার কংশপুরা গ্রামের তোতা চৌকিদারের ছেলে।

শিশুটির মা জানায়, স্বামী এবং সন্তান নিয়ে তিনি কাশিপুর হাজীপাড়া এলাকায় বসবাস করেন। একই বাড়িতে রহিম চৌকিদার ভাড়া থাকে। গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে শিশুটি তার মায়ের সঙ্গে রুমে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটি রহিমের ঘরে টেলিভিশন দেখতে যায়। এরপরই রহিম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

আরও জানান, রহিম চৌকিদার ৬ সন্তানের জনক। তার স্ত্রী প্রবাসে থাকে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শিশু নির্যাতনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে রহিমকে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত