নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ৭ দিন ধরে কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরী (৫২) নামে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যবসায়ীর কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী রেহেনা আক্তার রেখা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি তথ্যে জানা যায়, সেলিম চৌধুরী শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সে ফতুল্লার বক্তাবলীর কানাইনগর এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে গত ৩১ মার্চ সকালে বাসা থেকে বের হন। সেদিন তার স্ত্রী বেলা ১১টার দিকে মোবাইল ফোনে তার স্বামীর অবস্থান জানতে চাইলে সেলিম চৌধুরী জানিয়েছিলেন তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ইস্টার্ন ব্যাংকে রয়েছেন। এরপর দুপুর ২টায় খাবার খাওয়ার জন্য ফোন করলে সেলিম চৌধুরীর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সেলিম চৌধুরীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফতুল্লা মডেল থানায় জিডি করেন তার স্ত্রী।
এ বিষয়ে মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন আল আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।