নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে তহুরুল ইসলাম (২৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের পুত্র ও ফতুল্লা থানার দেলপাড়া এসবি গার্মেন্টস সংলগ্ন মাসুমের টিনসেড বাড়ীর ৩নং রুমের ভাড়াটিয়া। ১৪ই জুলাই বুধবার এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়, বাদী এবং গ্রেফতারকৃত ধর্ষক একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে। বাদী একটি গার্মেন্টে চাকুরী করে। প্রতিদিনের মতো সে চলতি মাসের ৯ তারিখে তার পাঁচ বছর বয়সী মেয়েকে বাসায় একা রেখে সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে চলে যায়। একই দিন দুপর আড়াইটার দিকে গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম বাদীর মেয়েকে পেয়ারা খাওয়ানোর কথা বলিয়া নিজ রুমে ডেকে নিয়ে যায়। তাহার রুমের ভিতর নিয়া শিশুটির পড়নের কাপড়-চোপড় খুলিয়া শিশুটির গোপনাঙ্গে তার পুরুষাঙ্গ প্রবেশের চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে সে মুখের ভিতর পুরুষাঙ্গ প্রবেশ করাইয়া বির্যপাত ঘটায়। ঘটনার পরদিন ১০ই জুলাই সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি অবগত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস.এম শামীম জানান, ধর্ষক তহুরুল ইসলাম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।