নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : হাইকোর্টের আদেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় চারটি ইটভাটাকে নয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পাগলা এলাকার চারটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটগুলো নষ্ট করে দেন এবং ভেকু দিয়ে ইটভাটা গুড়িয়ে দেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মেহেদী হাসান ফারুক উপস্থিত ছিলেন।
জরিমানা ও বন্ধ করা ইটভাটাগুলো হলো, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার-১, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার-২, এ এম টি ব্রিকস ফতুল্লা ও এম বিসি ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় তাদের এ জরিমানা করা হয়েছে। এছাড়া ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।