নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোটার ) : ফতুল্লা দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে উদ্ধার হওয়া ৪২ লাখ টাকার জাল নোট তৈরীর মূলহোতা মো. ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ইউনুসকে তার গ্রামের বাড়ি বাগেরহাট থেকে গ্রেফতার করেন স্থানীয় পুলিশ। ২৯এপ্রিল রবিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জে আনা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে চালান করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানা পরিদর্শক (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের। তিনি আরো বলেন, ইউনুসের আত্মীয়-স্বজনদের অনেকেই অবৈধ জাল নোট তৈরিতে জড়িত। এই অপরাধের মামলায় তার বড় চাচা বর্তমানে ঢাকার একটি আদালতে বিচারধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, ২৪ এপ্রিল মঙ্গলবার ফতুল্লায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর সরঞ্জাম সহ দুইজনকে আটকে করে র্যাব-২ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো মামুন ইসলাম (২১), কমলা বেগম (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। দক্ষিণ সস্তাপুর এলাকার বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ষষ্ঠ তলায় এ অভিযানটি পরিচালিত হয়। তারা দুইজন নিজেদের ভাই বোন পরিচয়দানকারী জাল টাকা তৈরী চক্রের সক্রিয় সদস্য। এসময় তাদের ঘর থেকে ৫০০ ও ১০০০ হাজার টাকার আকৃতির প্রায় ৪২ লাখ টাকার জাল নোট ও তৈরিতে ব্যবহৃত ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি প্রিন্টার ড্রাই প্লেট, জাল নোট তৈরি ২টি ফ্রেম ও জাল নোটের কাগজ জব্দ করা হয়।