নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার পঞ্চবটি এলাকার আদর্শ ও শাহীন কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাব-১১। এ সময় শাহীন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাব- ১১ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এতে উপস্থিত ছিলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার, র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন, সিনিয়র এএসপি জসিম উদ্দিন প্রমুখ।
আসন্ন রমজানকে কেন্দ্র করে এসব খেজুর বাজারে সরবরাহ করার জন্যই মজুদ করা হয়েছিল বলে জানায় র্যাব। এদিকে আদর্শ কোল্ড স্টোরেজ থেকে কয়েক কার্টন আপেল ও মালটা জব্দ করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি হিমাগারে অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে। এ সময় একটি কোল্ড স্টোরেজকে জরিমানাও করা হয়েছে।