নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জেরে ফতুল্লায় ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত হলো (১) মোঃ শহীদ (২৩), পিতা-মৃতঃ জালাল আহমেদ, মাতা-মৃতঃ রেহেনা বেগম, স্থায়ী ও বর্তমান সাং- শিকদার পাড়া, পোঃ হীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টার দিকে ফতুল্লা মডেল থানাধীন সাপুর মধ্যপাড়াস্থ ক্লাসিক মার্ট পেইন্টস এন্ড হার্ডওয়্যার এর সামনে ফুটপাতের উপর থেকে তাকে গ্রেফতার করা হয় । এ অভিযানে ছিলেন, মোঃ ফজলুল হক খান এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু, এবং সহকারি উপ- পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামানের একটি টীম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু, জানান আটককৃত মোঃ শহীদ (২৩)কে বিধি মোতাবেক দেহ তল্লাশী করে তার ডান হাতে ধৃত অবস্থায় একটি কাগজের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর রক্ষিত বে-আইনী মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ উদ্ধার ও জব্দ করি।যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।