নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ২৩০ পিস পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই মোজাহারুল ইসলাম ৩ এপ্রিল রাতে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লার রেল স্টেশণ এলাকা থেকে আ.রশিদের ছেলে সুমন (৩৫) কে গ্রেপ্তার করেছে। একই এলাকায় আরেকটি অভিযানে সোমবার রাতে সিরাজ মিয়ার ছেলে রুবেল (২৫) এবং চাঁন মিয়ার ছেলে শাহীন (৩৫) কে ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে।
৪ এপ্রিল বুধবার সকালে এস.আই মোজাহারুল ইসলাম ৬৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দেওভোগ এলাকা থেকে হাবিবের ছেলে সাগর (৩০), আ.খালেকের ছেলে আলমগীর হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) এর এস,আই ফয়েজুর রহমান গত পূর্ব ইসদাইর এলাকা থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।