নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক বিক্রেতা গ্রেফতার সহ তিন টন কভার্ড ভ্যানে লুকানো অবস্থায় ১ হাজার ২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে নারায়ণগঞ্জ আদমজীনগর সিপিএসসি র্যাব-১১ এর একটি দল। ২০ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় র্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের উত্তর শিয়ারচর তক্কার মাঠস্থ ষ্টেডিয়াম রোডের মাইক্রো ফাইভার গ্রুফ এর গোডাউন এর গেইট সংলগ্ন দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ফতারকৃতরা হলো ১। মঞ্জুর হাসান (৩৪), পিতা-মোঃ মোসলেম উদ্দিন ঘরামী, সাং-উত্তর পাড়, পোস্ট-সিকির বাজার, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ, ২। মোঃ আক্কাস (৪৮), পিতা-মৃত ফকির মন্ডল, সাং-রঘুনাথপুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ। গ্রেফতারের আগে তাদের হেফাজত হতে মাদক বহনকারী একটি তিন টন কভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সর্বমোট ১০০২ বোতল ফেনসিডিল এবং মাদক বহন ও বিক্রির কাজে ব্যবহৃত উক্ত তিন টন কভার্ড ভ্যান উদ্ধার করে।
রবিবার রাত ১১টায় গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ বিষয়ে র্যাব আরও জানায়, উপরোক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ যশোরের বেনাপোল হতে কভার্ড ভ্যান যোগে সুকৌশলে ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য পাইকারী বিক্রির জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা সহ আশপাশের অন্যান্য থানা এলাকায় পরিবহন করে নিয়ে আসছে বলে জানা যায়। র্যাব-১১ এর একটি চৌকসদল দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে উপরোক্ত আসামীদের উল্লেখিত মাদকদ্রব্যসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।