ফতুল্লায় ১৮ ক্যান বিয়ারসহ গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ ক্যান বিয়ার সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত ভোর সাড়ে ৪ টায় ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো, মাহমুদপুর এলাকার মোজাফ্ফর আলীর ছেলে আতিকুর রহমান রিয়েল (২৮), সিদ্ধিরগঞ্জের সানারপাড় সাহেবপাড়া এলাকার কবির হোসেনের ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), ফতুল্লার রঘুনাথপুর এলাকার ইসমাইল হোসেনের ভাড়াটিয়া হারুন মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৬) ও  সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার সোহেল মিয়ার ভাড়াটিয়া সামছুল হকের ছেলে সুমন (৩০)।

এসব তথ্য নিশ্চিত করে অভিযানের নেতৃত্বদানকারী এসআই মিজিানান জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের পর রোববার (১৯ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত