নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, মাসদাইর শেরে বাংলা সড়ক এলাকার মো.জিন্নাত আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং পশ্চিম মাসদাইর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে হালিম (৩২)।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, ফতুল্লার এস.আই মোজাহারুল ইসলাম ৩ মে (বৃহস্পতিবার) রাতে পশ্চিম মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. তমিজ উদ্দিন মৃধা ৩ মে (বৃহস্পতিবার) দাপাইদ্রাকপুর মেরিনা গামের্ন্টস এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজাহার মিয়া (৪৪) কে গ্রেপ্তার করেছে। সে দক্ষিন সেহাচর এলাকার মৃত জলিল মাদবরের ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।