ফতুল্লায় হেরোইনসহ চোরা সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার রেলস্টেশন এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সুমন ওরফে চোরা সুমনকে (২৬) হেরোইনসহ গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মৃত সামসুল মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল করিম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে চোরা সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সুমন গভীর রাতে ফতুল্লা রেলস্টেশন ব্যাংকলোনী এলাকায় বাসা বাড়িতে ডুকে মোবাইল ও টাকা চুরি করা তার পেশা। চুরির পেশা ছেড়ে নেমে পড়ে মাদক ব্যবসায় পাশাপাশি ছিনতাই ও ব্ল্যাকমেইলিং করে।

add-content

আরও খবর

পঠিত