নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে সাবিনা আক্তার (২২) গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ২২ই জুলাই সকালে ফতুল্লা থানাধীন ভূঁইঘর এলাকার নূর ইসলাম কাজীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময় বোনকে বাঁচাতে এগিয়ে আসলে শালিকা শারমিনকে (১৮) ছুরি দিয়ে গুরুতর আহত করে সাবিনার স্বামী নাছির মিয়া (৩০)। নিহত সাবিনা আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী নাছির মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যপারে নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কাজী এনামুল জানান, দীর্ঘদিন ধরে নাছিরের সঙ্গে তার স্ত্রী সাবিনার পারিবারিক কলহ চলছিল। এসব নিয়ে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে নাছির ঘরে থাকা ছুরি দিয়ে দুই সন্তানের জননী স্ত্রী সাবিনাকে জখম করে। এ সময় বাধা দিতে গেলে ঘরে থাকা শ্যালিকা শারমিনও (১৮) আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন জানান, সাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।