নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী শাকিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ জুন) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে, শনিবার (১৫ জুন) রাতে ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল পাগলা শাহীবাজার আকন গলি এলাকার দুলাল মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজি, জোর দখল, সাধারণ মানুষের ওপর নির্যাতন করারও অভিযোগ রয়েছে।