নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : ফতুল্লায় শিল্প নগরী খ্যাত বিসিকের পাশে কৃত্রিম জলাবদ্ধতায় তলিয়ে গেছে সড়ক। দীর্ঘদিন এ জলাবদ্ধতার ফলে ইউনিয়ন পরিষদের সংস্কার করা নতুন রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে। এতে সড়ক সহ বিশাল ক্ষতিগ্রস্থের সম্মুখিন হচ্ছে ওইখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা। বিশেষ করে চরম ভোগান্তি পোহাচ্ছে প্রতিদিন এ পথে চলাচলকারী হাজার হাজার শ্রমিক।
স্থানীয়রা জানায়, ড্রেন নির্মাণ করার পর কয়েক বছর ঠিক মত পানি গেলেও ইউনিয়ন পরিষদ এলাকা মাসদাইর এর ডোবানালা গুলো ভরাট করার ফলে পয়:নিস্কাশন এর ক্ষমতা কমে যায়। এছাড়াও ড্রেন ও কিছূ ডোবাগুলোতে শিল্প কারখানার ডাইংয়ের পানি চলে আসছে। এতে করে ক্যামিকেল যুক্ত রঙ্গিন দূষিত পানিতে বাধ্য হয়ে চলাচল করে নানা চর্মরোগে ভোগছে এ পথে চলাচলকারীরা। তাছাড়াও গণবসতি এলাকার পাশে গড়ে উঠা দোকানী সহ ছোট-বড় কয়েকটি হোসিয়ারী ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শিল্প নগরী বিসিকের পাশে শাসনগাঁও এবং পশ্চিম মাসদাইরের কয়েকটি সড়কই ডোবা ও ডাইংয়ের পানিতে একাকার হয়ে গেছে। কিছু সড়কের সংস্কার কাজ হয়ে গেলেও, অনেকাংশ এখনও কাজ চলমান। তবে জলাবদ্ধতার কারনে সড়কের সংস্কার কাজ ব্যহত হচ্ছে। আর যেসব সংস্কার কাজ সম্পন্ন হয়েছে সেগুলো এই কৃত্রিম বন্যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি তেমন কোন অতিবৃষ্টি না হলেও দেখা গেছে প্রখর রৌদ্র। আর এর মধ্যেই টলমল করছে ডোবার সাথে মিশ্রিত ডাইংয়ের রঙ্গিন পানি। আর এই রৌদেই জীবীকার তাগিদে গতকাল হাজার হাজার নারী-পুরুষ শ্রমিককে চলাচল করতে দেখা গেছে। হাটু পানি উপেক্ষা করে কাজে যোগ দিতে আসা নারী-পুরুষ শ্রমিকের ভোগান্তি চোখে পড়ার মত।
প্রতিদিন এই পানি পাড়িয়ে আসা এক নারী গার্মেন্ট শ্রমিক জানায়, কাজে না আসলে টাকা পামু কেমনে। বেতন আটকায় দিবো মালিকেরা। আবার চাকরী থেকে না করেও দিতে পারে। এরপর তো আমাদের সন্তান নিয়া না খাইয়া থাকতে হবে। তাই কিছু করার নাই। হাটু জল পানি পাড়াইয়াই আসছি।