ফতুল্লায় র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে ১জন নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : ফতুল্লায় র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে মাদক ব্যবসায়ী ইমরান মিশরী (৩৫) নিহত হয়েছে। ৪ই জুলাই শুক্রবার রাতে কদমতলীর ওয়াসা এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মিশরী, উল্লেখিত এলাকার আতংক ডাকাত বিল্লাল মিশরীর ভাই। শুক্রবার রাতে কুতুবপুরের সীমানাবর্তী এলাকা কদমতলীতে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়তে থাকে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলে ইমরান মিশরী গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ৫ পিছ ইয়াবা , নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লার কদমতলী এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়তে থাকে। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলে ইমরান মিশরী গুলিবিদ্ধ হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

add-content

আরও খবর

পঠিত