ফতুল্লায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণিকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে ১১ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১। অপহৃত কিশোরের মায়ের অভিযোগে ফতুল্লার চাঁনমারী মাউরাপট্টি সেকশন মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার তাদের গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো, রাসেল মিয়া (১৮), জালাল (১৮), আমিনুল ইসলাম (২৩), জনি শফিকুল ইসলাম (১৮), জাকির হোসেন (১৮) আনোয়ার (১৮), জুয়েল রানা (২২), আবু নাঈম (১৮), ফেরদৌস ইসলাম (১৮), আব্দুল্লাাহ শুভ (২৪) ও সাইফুল ইসলাম শান্ত (১৮)।

র‌্যাব জানায়, গত ৮ অক্টোবর এক কিশোরকে অপহরণ করে চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে মারধর করে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরবর্তীতে ভিকটিম এর মায়ের কাছ ফোন করে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব ঘটনার সত্যতা পেয়ে অপহৃত কিশোরকে উদ্ধার এবং অপহরণকারী ১১ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করে।

add-content

আরও খবর

পঠিত