ফতুল্লায় রোটারী ইন্টারন্যাশনালের শীত বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ র্বাতা ২৪:  রাটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ সহ ১২টি ক্লাব ঐক্যবদ্ধ হয়ে মুসলিমনগরের নবীনগর হাইস্কুল মাঠে প্রায় ১০০০ গরীব মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণে রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জ এর সভাপতি রোটারীয়ান মোঃ সালেহ মাহমুদ উজ্জল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল ডি: ৩২৮১ এর উজ্জল নক্ষত্র পিডিজি রফিক আহম্মেদ সিদ্দিকী। তিনি আর্তমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সময়ে যে প্রকৃতিগত ভাবে প্রচন্ড শীত পড়ছে ঠিক সেভাবেই শীতে সাধারণ গরীব মানুষ অসহায় হয়ে পড়ছে। রোটারী ইন্টারন্যাশনাল তাদের সেবায় নিয়োজিত রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক গভর্নর ২০১৯-২০ এর এম খায়রুল আলম, হেলপিং হ্যান্ড এর প্রধান উপদেষ্টা নাদিম আলম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোঃ পিপি মকবুল হোসেন, পিপি আবু সিদ্দিক ভূইয়া, পিপি আবুল কালাম জুয়েল, পিপি মলয়, পিপি দিপক, পিপি আসাদ, পিপি সুবির, পিপি মামুন, পিপি আহসান সুমন, প্রেসিডেন্ট রাসেল, প্রেসিডেন্ট ফারহানা একেএস, প্রেসিডেন্ট নাসিমা স্বপন, প্রেসিডেন্ট হারুন সুমন, প্রেসিডেন্ট আবু সাইদ ভূইয়া, শামীম, মাসুদ পারভেজ, রাসেল, পলিন, হেল্ডিং হ্যান্ডের সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক শেখ রিমা, নবীনগর শাওয়ার আলী উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষ হারুনুর রশিদ, রোটাঃ আসাদুজ্জান, আঃ মোতালেব, শহিদুল ইসলাম বাপ্পি, ইমতিয়াজ শাহাদাত, জিকু, এম এ মান্নান ভূইয়া, ফাহমিদা রিফা, স্বপন, নাসির প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত